পাপিয়া! একেক  দিন
একেকটা নদী জেগে ওঠে
এই দেহটার মধ্যে ।
কুল ভেঙ্গে দেয়,
নিরাপদ যা কিছু ছিল
খরস্রোতে ভাসে।

পাপিয়া! একেক দিন
ভালোবাসার জন্যে মনে এত ঢেউ
ওঠে,যে সেই সুনামিতে
হাট বাজার কাছারি দপ্তর
সব ভেসে যায়।

পাপিয়া! একেক দিন
সুন্দরের  জন্য প্রেমের হাহাকারে
আকাশ বাতাস বসন্তের  
গানে ভরিয়ে দেয় ।

জান পাপিয়া! একেক দিন
একেকটা নদী জেগে ওঠে..........
আর, তার ডমরু বাজিয়ে
তোমারও ঘুম ভাঙ্গাতে চায় ।

পাপিয়া!
বসন্তের গানও সেদিন বুঝি
বলতে চায়,,,,,,,,,,,,,
যেদিন থাকবো না, সেইদিনও ভালোবেসো।

পাপিয়া! আকাঙ্ক্ষিত স্মৃতিরাও,
তাই একেক দিন  সত্যি হয়ে
বলে ওঠে.....ভালোবাসি ,ভালো-বাসি তো।