এখন খুঁজতে সময় হয় না তোমার
মৃদু ঝড় বয়ে যায় এই গুধুলি লগনে
পাছে তুমি চাও না এখন দমকা হাওয়ার বয় ঝড়।
দিন যায় তোমার প্রতিক্ষায় তাকিয়ে
চাঁদ হয়ে আছো তুমি
আমার নিঃশব্দ রাতের ই আঁধারে।
এই যাতনা সহে নাহ এই পরাণে
জীবনের অচেনা সুরে বুঝি না
হায় এই মন কি যে চায়!!
মন আমার আশার পথ চেয়ে রয়
যদিও আনমনে ফিরে তাকাও না এই পানে
তবুও মন আমার রয় আশায় কাঁদিয়া।
এখন স্বপ্নে আসো তুমি আমার
আমি বসে বসে একা ভাবি তোমায়
দুর বহুদূরে তাকিয়ে রৌদ্দুরে আনমনে।
বাইরে মেঘে ঢাকা আকাশে
ঘরে আমার নিভু নিভু আলো
চোখ জুড়িয়ে ঘুম আসে
আর তোমার প্রতীক্ষায় স্বপ্ন দেখা।
তোমার স্মৃতি রোমন্থন করি
মাথায় ঘুরেছে বহুদিনের চেনাজানা কথা
আকৃতি গুলো দেখে অবাক লাগে কেন?
তুমি না বলেই চলে গেলে
এই ধূসর বর্ণীল লোনা স্বপ্নে তুমি আমার
আলোর নিচের আধারের মিথ্যে স্পন্দন।