শীতের সন্ধ্যায় আমার সব কথা
হঠাৎ ই আঢ়ষ্ঠ হয়ে ওঠে
এই আলোকিত শহরে
লুকিয়ে লুকিয়ে ভাবি তোমার কথা।
ভাবি এখনো তুমি আছো
আমি ঘুরছি তোমার হাত ধরে,
বলছি না বলা যত কথা
দেখছি তোমায় মন ভরে৷
শীতের হিমি ঠাণ্ডা হাওয়া
তোমার শরীর ছুঁয়ে যায়,
চাদর গায়ে জড়াও তুমি
তবুও ঠাণ্ডা হাওয়া তোমায় স্পর্শ করে।
চুপচাপ বসে তুমি
কোন কথা নেই তোমার মুখে
কি যেন একটা ভাবছো
আমি তোমার পানে
তাকিয়ে আছি বিস্ময়ে।
আমি আকাশের দিকে তাকিয়ে
হঠাৎ কার্জন হলের ঘণ্টা বেজে উঠলো
চারপাশে গার্ড রা বাঁশি বাজাচ্ছে
পাশে তাকানোর সাহস পেলাম নাহ
জানি তুমি নেই।
আমি বসা থেকে দাঁড়িয়ে পড়ি
কালো চাদর টা গায়ে জড়িয়ে
একটা সিগারেট ধরিয়ে
হাঁটা শুরু করি রাজু ভাস্কর্যের দিকে।