পরমার স্বপ্ন গুলো সাদা কালো
শহুরে রাস্তায় রঙিন নিয়ন আলো,
সাদা কালোর স্বপ্নের ভিড়ে
নিয়ন আলোরা খেলা করে।

এই অন্ধকার এই আলো
আকাশ কিন্তু তবুও কালো,
কালো আকাশ কালো মেঘ
ছেয়ে গিয়েছে পুরো দেশ।

ফেলে আসা স্মৃতিরা হাহাকার করে
নিজের মধ্যে বোঝাপড়া বাড়ে,
চোখ বুজে ভাবতে থাকে
সহস্র স্মৃতিতে নিজেকে ভুলতে থাকে।

কারণে অকারণে হয় ফ্যাকাসে
মুখ লুকিয়ে রাখে আকাশে,
শুভ্র সাদা মেঘেরা অবাক করে
রঙিন স্বপ্ন আকাশে ডানা মেলে।

একদিন তার স্বপ্ন রঙিন হয়
যেদিন অঝোরে বৃষ্টি হয়,
মেঘ গুলো সব কেটে যায়
রঙিন নিয়ন আলোয় প্রাণ ফিরে পায়।