সময়ের সাথে সাথে মানুষের পছন্দের পরিবর্তন ঘটে
ঘটে যায় গুরুত্বের পরিমাপ যার নেই কোন পাপ।
পরিবর্তন কি অপরিহার্য না অপরিসীম না অপরিত্যাজ্য??

যানো এই পাপের না কোন প্রায়শ্চিত্ত নেই
কারন আমার দেখা কাউকেই দেখি নি প্রায়শ্চিত্ত হতে
তবে কি পরিবর্তন শুধুমাত্র যথার্থই অপরিহার্য??

ঋতুর অমোঘ চক্রের জন্য ঋতুর পরিবর্তন হয়
তাহলে কি আমি আমার চক্রের দরুনেই
না আমার ভাগ্যেই পুর্বের উল্লেখে আজ আমি বলি হলাম??

আমি হ্রদয়ে রাখি তোমার মনের গতি
লাগামহীন বেলেল্লাপনার মত তোমার মনের গতি
রুখতে পারি না, ধরে রাখতে পারি না অদম্য তোমার গতি।

আমি এখন পুরুনো ক্যালান্ডারের তারিখ মাত্র
পুরনো ক্যালান্ডার খুজেও দেখো নাহ তুমি
দিন যায় তাই ক্যালন্ডারের আগের পাতা উল্টে দেখা হয় না।

এই ঘুম ভাঙা শহরে খুজবে নাহ আমায়
ফিরে আসা হবে নাহ এই পানে
সময়ের সাগরে হারিয়ে যাবে সেই বিনিদ্র রাত্রিযাপন।

হতাশা শুধু সাথি হয়ে রইবে আমার
কান পেতে রই আর ঝরা পাতার শব্ধ পাই
দেখা মিলে না তোমার কারন মিথ্যের আড়ালে লুকিয়ে তুমি!!!