রূপকথারা উঁকি দেয় খোলা জানালাতে
সারারাত জেগে থাকা সব জোনাকিরা
তোমার কথা শোনায় চুপি চুপি।
আমি জেগে থাকি তোমার জানালায়
নিঝুম রাতে তোমার মায়ায়
ঘুম পাড়ানি কবিতা শুনাই তোমায়।
ভোরের বাতাসে স্নিগ্ধতা
অন্ধ আকর্ষণে বিবর্ণ আত্মা
আলোর পথে পরাধীন যাত্রী আমি !
এক অপূর্ব অসম্ভব ভোরে
আবেগের মহোৎসবে অসম্ভব অনুভবে
বাঁচার সম্ভাবনায় সূর্য নতুন আলো আনবে।