ওরা এখনো দাঁড়িয়ে ১৪৪ ধারা ভাঙবে বলে
বুক ভরা সাহস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে
ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী বিক্ষোভে
শ্লোগান মুখে আর প্লাকার্ড হাতে তীব্র মিছিলে ।
নির্বিকার এক কাপুরুষতার পরিচয়ে
মিছিলে গুলি ছুড়ে দেয় হানাদার বাহিনী
লাল হয়ে যায় সালাম, বরকত, রফিকের দেহ
কালো পিচে শুধু তাজা রক্তের ছোপ ছোপ দাগ ।
প্রত্যুষে একটা ছেড়া কাক এসে বসে রাস্তার ধারে
হাজারো মানুষ নিয়ে আসে বেদিতে দেবার ফুল
কেউ জানে না কেউবা জানতে চায় না
তবুও মিলে যায় ওরা প্রভাত ফেরির মিছিলে ।
শহীদমিনারের বেদিতে হাজারো ফুল পড়ে রয়
একদিনের জন্য বেদিতে কেউ জুতা পড়ে ওঠে নাহ
৩৬৪ দিনে সবাই ভুলে যায় সম্মান কথা
বুকে গুলি শহীদের আত্মত্যাগ বৃথা যায় ।
হাস্যকর মিছিল মিটিং এর বুলি
হাস্যকর ফুল দেয়ার নামে ধাক্কা ধাক্কি
হাস্যকর রাজনীতির নামে কলুষিত শহীদের তাজা রক্ত
মুহাম্মদ আলী জিন্নাহ্রাও লুকিয়ে লুকিয়ে হাসে ।
নীরবে দাঁড়িয়ে ওরা দেখে অনবরত
দেখে যায় আমাদের বিশ্রী ব্যবহার
অপমান গ্লানি মুছে দেয় ৫২র রক্ত
নিভৃতে কেঁদে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ ।
বাংলা ও নিভৃতে কাঁদা শহীদ মিনার প্রাঙ্গণ ।
কামরুল হাসান (রূপক)
২১ ফেব্রুয়ারি ২০২০