বয়স আমার সত্তর ছুঁই ছুঁই,
সকাল-বিকাল ছোলা,মুড়ি,খই
আহার শেষে এগিয়ে চলা,
আমি কার্তিক ঠেলাওয়ালা |
গায়ের রংটা বেজায় কালো
ঠেলার ওপর বস্তা ঢালো,
পারিশ্রমিক পেলে মনটা ভালো,
সংসারে আজ জ্বলবে আলো,
কষ্ট ভুলে এগিয়ে চলা,
আমি কার্তিক ঠেলাওয়ালা |
ঠেলাগাড়িকে বানিয়ে সঙ্গী
ন্যাকামোবিহীন,কঠোর ভঙ্গি
সুঠাম দেহ, দেখতে জঙ্গি
"হেই সামালো", চেঁচিয়ে বলা,
আমি কার্তিক ঠেলাওয়ালা |
চলে যখন, দর কষাকষি
ঠেলা জুড়ে মাল ঠাসাঠাসি,
তুলতে গেলে পাঁজর ঘষাঘষি
রৌদ্রতেজে,তীব্র দহনজ্বালা |
এসব নিয়ে জীবন সংগ্রাম,
আমি কার্তিক ঠেলাওয়ালা |