আমি একদিন রাজা হয়ে
গড়ে তুললাম এক শান্তির সাম্রাজ্য,
হিন্দু-মুসলমান সেখানে ভাই-ভাই
হেথা নেই কোনো
হিংসা,রক্ত,কান্না ও ঘেন্না,
আহার টেবিলে শুধুই সুস্বাদু রান্না |
আলো ফুটলে, জাগে পাখির কলরব,
শিশুরা পড়াশুনায় মগ্ন,খাতা,বই হাতে,
দিন শেষে দুই মুঠো ভাত পড়ে সবার পাতে,
হেথা নেই কোনো আশ্রয়হীন,
সকলে সুস্থ, হৃদয় মলিন |
হেথা নেই কোনো ব্যাথা,বিস্বাসঘাতকতা,
সকলের মন জুড়ে শুধুই প্রেম-ভালোবাসা |
বাঘেরা খেলা করে হরিণছানার সাথে,
পুরোহিত ও ইমাম চলে সম-ধার্মিক মতে |
ক্ষমতা, লোভ, জমি নিয়ে নেই কোনো বিবাদ,
মাছেরাও দেয়না মাছরাঙার নামে কোনো অপবাদ |
হটাৎ মায়ের ডাক শুনি,
"বেলা তো বয়ে যায়রে,ওঠ এবার"
বুঝলাম,কল্পনা মনকে আনন্দ দেয় ক্ষণিক,
স্বপ্ন ভাঙলে সব চরিত্র কাল্পনিক |