দেবী দুর্গার আরাধনায়,
মত্ত আমার শহর,
নতুন জামা, নতুন জুতো
সাজপোশাকের বহর |
গাড়ি চড়ে মালিক আমার
চললো শপিংমল,
বন্ধ-কারখানার গেটটা দেখে
চোখটা ছলছল,
এইতো সেদিন, উঠতো ধোঁয়া
চিমনিগুলো বেয়ে,
কেউ কি জানতো লকআউট নোটিশ
ছুটে আসছে ধেয়ে |
সাজানো কিছু কাগজ প্রমান,
মিথ্যা কিছু যুক্তি |
লোকসানের এক তত্ত্ব দিয়ে
ছাঁটাইয়ের চুক্তি,
লাভের অঙ্ক পকেটে পুড়ে
মালিকের বিমানে বিদেশ ভ্রমণ,
শূন্য হাঁড়ি,জ্বলছে উনুন
অশ্রুধারা যেন এক অসম্পৃক্ত দ্রবণ |
মাড়িয়ে শ্রমিকের রক্ত-ঘাম
মালিক আজ হইলো ধনবান,
খোকা শুধায়, বাবা,বাবা,
খুলবে কবে কল?
আমার চোখটা ভাসায় শুধুই নোনাজল |