শহরের এই কোলাহল
           আমার ভালো লাগেনা,
ধুলো,ধোঁয়ার বিষাক্ত সকাল
         আমার মনকে টানে না |
ব্যাস্ততা ও হৃদয়ভাঙা গল্প মাঝে
          কলমে লেখা আসেনা,
সন্মানহীনতা,বিস্বাসঘাতকতায়
           মুক্ত মনটা ভাসেনা |

কংক্রিটের দেওয়াল, আধুনিক বস্তি
        বদ্ধ সংসারে চলে শুধুই খিস্তি,
চারিদিকে চলে শুধুই টাকার গরম
     কঠিন হয় বাঁচা,যার মনটা নরম,
চেনা মানুষের অচেনা ব্যবহার
     চোখের কোণে জল,এটাই দামী উপহার |
দিনের শেষে আসে রাতের ক্লান্তি,
    জীবনগাঁথায় নেই কোনো বিশ্রাম ও শান্তি |

আমি জানি এই শহরে আর ফিরবেনা
        নতুন কোনো আশার আলো,
রাতের রাজপথ ঘেন্না আর শোষণের নীলে,
         হবে আরো, মায়াবী কালো |
এ শহরে থাকার প্রশ্নে,পাইনা কোনো যুক্তি,
      বিদায় শহর, বিদায় তোমায়,চাই শুধু মুক্তি |