গলায় পড়ে পলাশ-মালা,
হাজারো গানের বরণ-ডালা,
হাতে নিয়ে একতারাটা,
বটের তলায় রয়,
লোকে আমারে ক্ষেপা বাউল কয় |
লোকগানের ছন্দ তোলে,
গানের সুরে কোমর দোলে,
গেরুয়া বস্ত্রে, বাজায় একতারা,
মাটির গানে বহমান,ছোট্ট নদীর ধারা |
জীবিকা যখন বাউলগীতি,
জীবনযন্ত্রণা তীব্র অতি,
সাবলীলতা পায়না সংসার,
হাততালি অনেক,রোজগার কম
জোটেনা রোজ পর্যাপ্ত আহার |
তবুও ওরা গেয়েই চলে,
শিল্পী সত্ত্বা বুকের মাঝে,
আঁকছে তারা হাস্য-রুদ্র-সংযত রসবোধ,
যুগ যুগ বেঁচে থাকুক,এই কবির অনুরোধ |