শহুরে অলি-গলি বেয়ে,
হেলে সাপের মতো এদিক-ওদিক ধেয়ে,
এগিয়ে চলি সদা অজানা কোনো জলাশয়ের প্রান্তে,
আমার নাম নর্দমা,তুমি আগে কি তা জানতে?
কংক্রিট দিয়ে বাঁধানো আমার ধার,
বুকটা জুড়ে শুধুই নোংরা আঁধার,
ধেয়ে আসে ফুসফুসে বজ্র প্রশ্বাস,
জনজীবনকে সুখী রাখি,মনেতে বিশ্বাস |
হে মহামানব,যখন তোমরা চাপাও কংক্রিট ঢাকা
মশারা নেয় জন্ম , গায়ে রক্ত মাখা
প্লাষ্টিক জমে আমার রক্তপ্রবাহ হয় স্থির
শরীরজুড়ে ক্ষত,মস্তিস্ক জুড়ে চিড় |
কর্পোরেশনের লোকগুলো রক্তপ্রবাহ বাড়ায়
গায়ের গন্ধ ঢাকতে ব্লিচিং পাউডার ছড়ায়,
মাইনে পেয়ে বাড়ে রোজগার ,
জনহিত কাজের নাম কেনে সরকার |
তোমরা যেমন স্নান করো,গায়ে মাখো সাবান
আমাকেও রেখো পরিষ্কার, না হলে
জমা জলে জন্ম নেবে আপদ,
আমার প্রানসংশয়ে জনমানবের বিপদ |