কোষ বিভাজনের ফলে যেমন
সময়ের সাথে সাথে
গড়ে ওঠে এ মানব শরীর,
তেমনি,অট্টালিকা-প্রাসাদ গড়নে
আমার আবির্ভাব,
আমি একটি ইঁট,শরীরে নমনীয়তার অভাব |
আমার মনে নেই কোনো জাত-পাত,
ঠাঁই, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-জৈন্য ঘরে ঘরে,
সিমেন্ট সহযোগে বালি আমায় জড়িয়ে ধরে,
শরীর ভাঙতে লাগে হাতুড়ি ও ছেনি |
দেখতে কুৎসিত, আকৃতি আয়তাকার,
নগ্ন আমি,নেই কোনো জামা দেহ ঢাকার |
কখনো নর্দমা,কখনো বা নদীর বাঁধ,
শ্রমিক আমায় নিয়ে, মেলায় তাদের কাঁধ |
আমি বুঝিনা কোনো হিংসা ও শত্রুতা,
সকলের সাথে সর্বদাই বোঝায় মিত্রতা |
চুপচাপ বসে থাকি,নেই কোনো কান্না ও বায়না,
সারাদিন জল খাই, প্রস্রাব পায়না |
হে মানব শিশু,
তুই পৃথিবীর আলো দেখার পর
ঘুমাস মায়ের কোলে,
ইটভাঁটার ওই প্রখর তাপে,
বুকটা আমার জ্বলে |