আমি সমাজবদ্ধ একটি ক্ষুদ্র মানুষ,
কোমল এ হৃদয়ে শুধুই স্বচ্ছ ভালোবাসা,
প্রেমই আমার জীবনের পথ চলার পাথেয়,
আমি জানি,কিভাবে মানুষকে ভালোবাসতে হয়
নেই কোনো স্বার্থপরতা,অর্থ লালসা
অর্থ তো নিমিত্তমাত্র,
কালের নিয়মে ইহা এক ক্ষণস্থায়ী বস্তু |
তবুও বারংবার,
আমার বুক হয়েছে চূর্ণ-বিচূর্ণ
ভুল মানুষের হাত ধরে,
যাদের চোখে শুধুই স্বার্থপরতা,অর্থ-লালসা |
বিচ্ছেদ ঘটিয়েছে তারা ভালোবাসার পথে
মানুষ চিনতে ভুল করেছি
কিন্তু,এ বড়োই কঠিন কাজ |
টাকার গর্বে আত্মভিমানী আমি নই,
মানুষকে ভালোবাসি,মনের গভীরতা থেকেই
ভয়ঙ্কর অতীত আজ তাড়া করে বেড়ায় আমার
ভুলতে চাই কিন্তু পারিনা
দুর্বল এই চিত্ত বারবার মনে করায়
সম্পর্কের ক্ষত মুহূর্তগুলোকে ,
রাতে আমি নিজেকে খোঁজার চেষ্টা করি
কিন্তু, আমিত্বকে খুঁজে পাইনা আর
মা সান্তনা দিয়ে বলে,
"খোকা",কাজ করে চল
অর্থ চলে যাবে একদিন,কিন্তু কাজগুলি থেকে যাবে
আত্মহত্যা হলো ছোটগল্প,
বেঁচে থাকাটাই উপন্যাস |