শহর জুড়ে শুধুই ফ্ল্যাটের দখলদারি,
ছাদ থেকে চলে রাস্তার নজরদারি,
আধুনিক বস্তিতে আজ মানুষের আনাগোনা,
বাক্সবন্দী জীবন,তবু হার মানেনা
নিউক্লিও চিন্তাশীল ভিন্ন ভাষাভাষী,
তবু চিৎকার করে বলে "আমি ফ্লাটবাসী"
ওহে, অতিথি সেজে আমি তোমার খোঁজ করছি,
তোমার ঠিকানা জানেনা তোমার পড়শি |