শৈশবটা কোথায় আছে, বলনা আমায় সোনা,
কোথায় গেলো খেলার ছলে,পুতুলগুলো গোনা?
খোকা তুই বলনা আমায়, মোবাইল কাকে বলে?
ছোট্টবেলার রান্নাবাটি, কোথায় গেলো চলে?
রাত পড়লে,গা ছমছম, ভূত-পেত্নী খেলা,
এখন দেখি শুধুই মাইক, নীল তারকার মেলা |
খড় ঢাকা ঐ ছোট্ট ঘরে যৌথ পরিবার,
সব ভেঙেছে, ফ্ল্যাটের দেওয়াল, ছোট্ট সংসার |
বাবা যখন কাজে যেত, স্কুল ছুটতাম আমি,
কাজের মেয়ের হাতে জীবন,সময় বড়োই দামী |
নাতি-নাতনি ব্যাস্ত খুবই, আমায় "আপনি" বলে,
ভালোবাসার তানগুলো সব কোথায় গেলো চলে?
বাড়লো বয়স, সময় বদল, সমাজ পরিবর্তন
সব হারিয়ে এখন আমার, ফ্ল্যাটবন্দী একেলা মন |