আমার মন বড় আজব ধরনের
কোনো কিছুই তার ভালো লাগেনা।
বিশ্বাস করো, যেটা দেখে তোমরা হাসো
সেই হাসিটা আমার মনে জাগেনা।।
আমার একটা জগৎ আছে
ছোট্ট, মিষ্টি আর আমার মনের মত।
সেখানে আমি থাকি, সে থাকে
আর আমার স্বপ্ন যত।।
সে বলতে ভুল ভেবোনা
সে তো এক চরিত্র কাল্পনিক।
আমি কি চাই, শুধু সেই বোঝে
সে এক ভালবাসার বণিক।।
সে ছাড়াও আমি একা নয়
কারণ আমিই আমার সব।
খোলা আকাশের পানে তাকিয়ে আমি
দুহাত ছড়িয়ে শুনি মনের কলরব।।
আমি পারি, আমি পারবো
আমাকে যে পারতেই হবে।
আমিই আমার শ্রেষ্ঠ বন্ধু
কি জানি কবে, নিজের সাথে দেখা হবে।।
মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায়
একা একা চলে
নিজেই নিজেকে আশ্বাস দিই
মন কে তখন, মিথ্যে কিছু বলে।।
এই ভাবেই কেটে যাচ্ছে
দিনের পর দিন।
হয়ত একদিন আসবে কেউ
শুনতে আমার , গল্প অন্তহীন।।