এক জাতিকে খাদ্যরসিক কি সবাই সাদে বলে
নিত্য বাজার করা ছাড়া কি তাহার চলে।
আলু পেঁয়াজ লঙ্কা হোক কিংবা নানান সব্জি
আর মাছ মাংস পেলে আহা খাবে ডুবিয়ে কব্জি।
ঝড় বৃষ্টি হোক না যতই বা হোক মহামারী
বাজারে না গেলে একবার মুখ যে হয় ভারি।
তাই 'কোরোনা'র ভয়ে ভীত না হয়ে রোজ বাজারে সে যায়....
মাস্ক পরে বা মাস্ক বিহীন হয়েই, তার জিহ্বার রসতৃপ্তির তাড়নায়।
দরদস্তূর করতে গিয়ে একে অপরের গায়ের ওপর ঝোলে....
হরেক রকম বাজার দেখে ব্যাচারা 'social distancing' ব্যাপারটাই ভোলে।
এই জাতিকে বিলুপ্ত না হতে হয় তার এই বাজার করার দায়....
আর এই কাহিনীর স্থান যেন না হয় ইতিহাসের পাতায়।