ভোরের প্রথম আলোয় সৃষ্টি হয়
মায়াবী এক রেশ ...
ভোর যে আমার ভীষণ প্রিয়
অন্ধকারের শেষ।
ভোর মানেই
নব উন্মেষে জাগে প্রাণ
ভোর মানেই
নিশীথ রাত্রির অবসান।
ভোর মানেই
জীবনের জয়গান।
ভোর মানেই
পাখিদের সুরেলা কলতান।
ভোর মানেই রবির কিরণ
পাহাড় চূড়া ছুঁতে চাওয়া
ভোর মানেই প্রকৃতির
আবার নিজের রং ফিরে পাওয়া।
ভোর মানেই আড়মোড়া ভেঙে
ঘুমের অব্যাহতি
ভোর মানেই কর্মযজ্ঞের
আবার উদ্দীপনাময় প্রস্তুতি।
ভোর মানেই কবির কাছে
কবিতা লেখার পালা
ভোর মানেই বুভুক্ষর
আবার পেটে খিদের জ্বালা।
ভোর মানেই পথের ক্লান্তি কাটিয়ে
পথিকের পথ চলা
ভোর মানেই ব্যর্থ প্রেমের
অনেক কথা না বলা।
ভোর মানেই ত্যাজ্য মায়েরও
সন্তানের মঙ্গল কামনা করা
ভোর মানেই অসহায় নারীর
আবার কঠিন বাস্তবের মাঝে পড়া ।
ভোর মানেই কৃষকের
কৃষিকাজে যাওয়া মাঠে
ভোর মানেই মাঝির
নৌকা বাইতে যাওয়া ঘাটে।
ভোর মানেই শাসক শ্রেণীর
আবার অন্যের ওপর বিক্রম
ভোর মানেই সাধারন মজদুরের
আবার গলদঘর্ম শ্রম।
ভোর মানেই কারও বুকে জাগে
নব সম্ভাবনাময় আশা
ভোর মানেই আবার কারও বুকে বাঁধে
প্রবল অনিশ্চয়তার বাসা ।