আমার পরিচয়
আমি একটি ডাস্টবিন
পরোপকার ই আমার জীবন
তাই বোধহয় আমি লোকের চোখে হীন ।
রাস্তার ধারে পড়ে থাকি
কেউ নেয় না আমার খবর।
আবর্জনা আমার বুকের ওপর জমে জমে
হয়তো হবে আমার এখানেই কবর।
কিংবা আমায় ফেলে দেবে
কোথাও অনেক দূরে
আবর্জনা ,জঞ্জাল দুর্গন্ধে ভরা
কোনো অজানা আস্তাকুরে ।
পড়ে থাকি আমি আমার মতো
রোদ,ঝড়, বৃষ্টি সয়ে
মনুষ্য জাতির অমানবিকতার
নীরব সাক্ষী হয়ে।
চেয়ে দেখি কত বার্তি খাওয়ার
এক শ্রেণী আমার বুকে ফেলে যায় ।
বুভুক্ষু আরেক শ্রেণী সেইসব
কুকুরের সাথে লড়াই করে খায়।
আবর্জনা ,জঞ্জাল সকাল সাঁঝে
মানুষ ফেলে যায় আমার বুকের মাঝে
তবে তাতে মুখ লুকাইনা লাজে
কারণ লাগে যে আমায় মানবজাতির কাজে।
মানুষের কাজে এসেও
আমায় শুনতে হয় কত তিরস্কার
তবে গর্ব আমার একটাই
যে আমি পৃথিবীকে রাখি পরিষ্কার।