তোমার সাথে প্রথম আলাপ তো সেই আধো আধো 'মা' ডাকায়..
তারপর তোমার সাথে আরও নিবিড়তা বাড়ে বর্ণ পরিচয়ের প্রতিটি পাতায় ।
ক্রমে ক্রমে তুমি হয়ে ওঠো আমার পাঠ্যক্রমে প্রথম সারির ভাষা ...
ইংরেজী মাধ্যমে পড়লেও তুমিই চিরকালের প্রাণের ভালোবাসা ।
আনন্দ দুঃখ রাগ ক্ষোভ সবটাই তোমার মাধ্যমেই করি প্রকাশ ..
তুমি ছিলে বলেই তো আমার চিন্তন মননের ঘটেছে বিকাশ ।
তোমার মাধুরী তোমার ছন্দ আর কোথাও খুঁজে নাহি পাই...
বাংলার সব মানুষের কাছে অদ্বিতীয় তুমি তাই ।
তাই তোমার অবহেলা তোমার লাঞ্ছনা সহ্য হয়না আর...
কিছু ছাত্রছাত্রীদের মধ্যেও তোমার প্রতি বিরূপতা দেখলেই আমি হই সোচ্চার।
আজ স্বাধীনতার এত পরেও যখন দেখি আমার মাতৃভাষায় বাক্ স্বাধীনতার সংশয়...
দুঃখ বেদনায় হৃদয়ে এক প্লাবন সৃষ্টি হয়।
মনে পড়ে তোমার প্রতিষ্ঠা অর্জনে সেই রক্তক্ষয়ী মারামারি...
গেয়ে ওঠে প্রাণমন"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" ।