(**এশিয়ার সর্ব প্রাচীন ঐতিহ্যময় মেডিক্যাল কলেজের আজ এই অবস্থা? যেখানে নবীন ছাত্রদের কলেজ কেম্পাসে থাকার কোন স্থান ও অধিকার নেই। এখানে তৃণমূল যারা করবে তারাই শুধু সুযোগ লাভ করবে, আজ ১১দিন হতে চলল বাচ্চারা অনশনরত, বর্তমানে প্রশাসন শুধুই নির্বাক। অরাজকতা, হতাশা আর নৈরাজ্যের মধ্যে মেডিক্যাল কলেজের বর্তমান অবস্থান? আমি ভীষণ ভাবে দুখিত্ব, এখানে আর কোন রাজনীতি নয়, বাচ্চা ছেলে গুলোর দাবী ন্যায্য প্রাথমিক স্তরেই এটা দাবী করে আহার ও বাসস্থান। আজ এটা সারা পশ্চিম বঙ্গের তথা ঐতিহ্যময় বাঙ্গালী জাতির এক লজ্জাকর ব্যাপার।)


ওরা সেথায় অনশনে কেন
তুমি বড় বেয়াক্কেল
শুয়ে আছে মেডিক্যাল
এবার একটু ওদের কথা শোন

@নীল অভিজিৎ