*বোধন*
-
শংসন ঝরে গেছে ঝরা পালকের গায়
দর্পিত পাড়াতো সংগ্রাম চাতাল প্রশ্রয়দান
তমসা ছেঁড়া পরিচ্ছেদ শোকাশ্রুর নিচে
বিড়ালী উঁকিঝুঁকি
অগণন অভিসারী বয়সী শিউলি
চোখের আগুনে সেঁকা চারুতা
ভাঙ্গা দাঁতে স্বাদ নিতে ব্যস্ত শহুরে উৎসব
গলনালীর ভিতর বিমোহন উথলে ওঠা অম্ল দৃশ্যপট  
সরীসৃপের পেটে গুনগুনায় উচ্চচাপে হলুদ মাখা দূষণ
কষাটে ধৈর্যচ্যুত ঘাম চুইয়ে পড়ে মৃন্ময়ীর গালে
হাহাকার যাওয়া আসা ফাঁকা কবুতর খোপে--
                         উত্তাল আতংকগ্রস্ত তরঙ্গ

টাকার নখুন আঁচড়ে আর্ত চিৎকার
ত্রিশূল ফলা অন্বেষণে ফাটা পোষ্টার,
বস্তির ছাদে লেগে থাকে
শুকনো বাঞ্ছিত রক্তের দাগ,
যাযাবর শরতবাবু ফুঁটো দিয়ে গলে পড়ে
মৃন্ময়ীর আশ্বিন প্রাপ্তি হাওড়া প্ল্যাটফর্ম আসা যাওয়া,
নায়কচিত অসুর কাঁধাকাঁধি টানাটানি পাল্কির হাতল,
লুঙ্গি ড্যান্স বিমোহিত, উলুধ্বনির আলিঙ্গন !
নাকালে কালের ছলাৎ ঢেকে যায়...
মুখবই আজ দূর্গতি নাশিনী,
এবার বোধন হবে ।
---------------------------------      
@নীল অভিজিৎ