রেস্তরাঁয় বসে হটাৎ আবিষ্কার করলাম
দুটো মোবাইলের ভিতরে সন্ধি হয়েছে
উভয় উভয়কে সুড়সুড়ি দেবে …
রাতের অন্ধকারে ভাইব্রেশান মোডে
ইথার তরঙ্গ একে অপরের উপর সমাকলন
সমঝতায় কড়া নাড়া দেয়
বাইরে বেরিয়ে আসি
প্রতিটি বাবা মা’রা তখন রূপান্তরিত
মানব মানবী হয়ে জনসংখ্যার একক প্রতিনিধি
কে-কার ভিতরে আগে ভাগে ঢুকবে
ছেঁড়া জুতা চেবাচ্ছিল রাস্তার কুকুরটা
বুভুক্ষিত হয়ে চামড়ার গন্ধ পেয়ে
চৌরাস্তায় কাবাব দোকানের সামনে ভিড়
পোড়া চামড়ার গন্ধ পেয়েছে কিছু লোক
এখানেও সেই চমৎকার!
চোখের দৃষ্টিতে কলকাতা তখন ঝাপসা
সব চাহিদা গুলো টাকায় পরিণত
প্রসারিত কাগুজে জীবন ব্যস্ত লেনদেনে
শুধু বুদ্ধিহীন পাগলটা রাস্তায় টাকা ছিঁড়তে ব্যস্ত
অন্যগ্রহে যাবার টিকিট চাইছে
যাই ভাবুন, আসলে আমরা বুদ্ধিমানেরা ...
সব চাইতে বড় মাপের ভিখারি ।