লক্ষ বদলে গেল, হটাৎ সূর্য উদয় হোল
শব্দ বদল হোল, রয়ে গেল কিছু শ্লোক  
আজও আমি সেই আমি, গায়ের রংটা কালো
যেমন থাকে সুখ দুঃখ, নিকষের ভালো হোক

সূর্যর চুমুক শুষেই যদি নেয় পাতাল ছেঁড়া জল
দোপাটি হাওয়া খুলে দেয় যদি, সুড়ঙ্গের দুয়ার
এ-চোখে দেখি সুর, অপর চোখে থাক অসুরের ঢাল
ছিপ ফেলেছে নিজের শিরদাঁড়া,ফাৎনা শিয়রে পুকুর পার  

খুলে দিয়ে গেছে পৃথিবী, পরিচ্ছদ তার দেহ থেকে
সিঁড়ি বেয়ে কেউ ওঠে, নামল দেহে আবার কে ই
মানুষ ধরবে প্রাঁঁজল সংরক্ষণ, গহনে দিকে দিকে
প্রেতের সাথে ঘুরে একবার দেখি, নিজের দেহ নেই

সুরে সুরে খুলে যায়, অলীক হাতের তালি
শরীর যেন দীর্ঘ হয়ে দীর্ঘতর, আকাশ ছুঁয়ে আছে
যদিও লেগেছে আঙুলে শষ্পদল, কেন দেখি হাতে কালি
রাখিনি কিছু অপব্যয়ে,আত্মা তবুও ঘাসের মাঝে আছে  
----------------------------
@নীল অভিজিৎ