- আসুন কমরেড, এই জলের রংকে লাল বলে,
ভিতরের মাছ গুলোকে পরস্পর ছেঁকে ফেলি,
বেশী দেরী করবেন না...রং যতক্ষণ ঘোলা থাকে,
নাহলে সহজেই শেওলা গুলো থিতিয়ে নিচে জমা হবে,
স্বচ্ছতায় মূল্যায়ন যে কেউ করতে পারে,
তাই বেলা থাকতে থাকতে --
কাজ টুকু শেষ করা যাক,
আসুন আমরা একটা দূর্গ বানাই,
তাতে লাল রং দিয়ে লেপে ফেলি,
কে বলল, লাল ঐতিহ্য ভারতের ইতিহাসে লেখা নেই?
কে বলল, লাল রংটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে,
চিন্তা করে করুণ, লাল রক্ত তো সাধারণ জনগণের
আপনার গামছার রংটা কি কোনদিন লাল ছিল না?
বৌ কি কোন দিন লাল শাড়ি পড়েনি?
আর কেউ প্রশ্ন করবেন না,
লাল কেন বেছে নেওয়া হলো,
লাল নিয়ে আর কোন কথা হবে না,
লাল নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না,
নতুবা আমাদের চোখ লাল হয়ে যাবে;