দোল পূর্ণিমায় মৌলিক সত্ত্বাগুলো আর
মনের উচ্ছ্বাসকে প্রশমিত করতে করতে,
কোষে কোষে মিশে যায় অতুল সুর,
হটাৎ তোমরা বলে বসো রাস লীলা!
দীর্ঘ অলক্ষিত মন যখন কাতর,
ক্ষত-বিক্ষত হতে হতে অধীত,
তোমরা বলে বসো-
অন্ধকারে ধোয়া চাঁদের মুখে-
ছোঁপছোঁপ আবির মেঘ!
আমার উদ্দেশ্য অন্য ছিল,
তোমরা তা অনুভব করতে পেরেছো কী?
সকলের অগোচরে বৃষ্টি ভেজা রামধনু,
দু'হাত কড়তলে মাখিয়ে ছিলাম,
টুকিটাকি উত্থান পতনের দৈনন্দিন পটচিত্র,
পাশে পাশে হেঁটে যেতে যেতে
আলতো করে রাঙ্গাব বলে, প্রস্তুত!
সংজ্ঞাটা জানতে চাইলে...
বলতাম, নেহাতই প্রাকৃতিক!
-------------------------------------
নীল অভিজিৎ