আমি প্রেমের সঠিক সংজ্ঞা বুঝি না,
কোন স্মৃতি নেই, যাকে ভালোবাসা বলা যায়,
আমার অবয়ব অনেকটা শামুকের মতো,
হঠাৎ তোর নাকের ডগায় বিন্দু বিন্দু সিন্ধু,
তুই ঋতুময়ী, আমার ভালোলাগা,
তাই আজ থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি,
তোর হাত ধরে, দিনের মতো বেরিয়ে আসা,
বাহির জগতের টানে, কিছু স্বপ্নের কিছু মানে,
হয়তো কিছু প্রাপ্য আছে, সেটাই আমার ভালোলাগা,
সেই চাহিদা র ডাকে, বাহির আমায় হতেই হবে,
শুধু একবার, আকাশটা ভালো করে মাখব গায়ে,
কুঁড়ে ঘরে লংকা ডলে চাঁদের আলোয় বাসি পান্তা,
হারিয়ে যাওয়ার আগে--
তোর অপেক্ষা মান একজোড়া চোখ আমার ভরসা,
তুই এখন কিশোরী ছোঁয়া শিশির ভেজা, কদম-বৌ,
কদম-বৌ… চিরদিনের হোস,
না হয় চারদিনের ছুটি নিয়ে, সংসার  ছেড়ে পারবি নে ?
জড়ান সব শিকড় ছিঁড়ে...
কোথায় তুই… ! সেই খোলসে, আবার আমি!
আমার কোন স্মৃতি ছিল না,  নেই তো!

সংজ্ঞাটা আজো অজানা,
লিখব না আর বাতুল কথা, থাক গে।

-----------------------------------------
@নীল অভিজিৎ