কতটুকু উপার্জন করেছি আমি,
আর গেছে কতটুকু খোয়া ?
কিছু রঙ কিছু জুঁইফুল,
নদীর ঠিকানা ভুলে যাওয়া
যতটুকু সন্ধ্যায় কুড়িয়েছি আমি,
আর কিছু ছুঁয়ে পাওয়া
বেরঙা বাতাসের রাঙ্গিয়ে ওড়ে,
কিছু কিছু হারিয়ে যাওয়া
অর্বাচীন কিছু স্বপ্ন লোটাকম্বল ঘটি
ভাগে তুমি-আমি পরিশেষ ছুটি
কতটুকু চাঁদ পেয়েছি ?
যতটুকু ভাঙ্গাচাল ছিল, ছাদ পেয়েছি
অনিচ্ছায় ডুবে গেছি ব্যাধির অন্তঃপুরে
না অথই জলে না ছিলাম সুরে
করণীয় নেই কিছু শুধু ভেবে হোই সারা
বোধি রূপে বেড়ে ওঠা ছাড়া
তুষার ঠেলে এই শীতে কেউ না আসুক
বুকেই লুকাই ভাঙ্গা-বুক
বদলাও তুমিও এক্ষুনি
নইলে ছিদ্রের ভিতরে,
মেরে রেখে যাবে সাতজন খুনী ।।