সেদিন হটাৎ হারিয়ে গেলে তুমি
উদাস মনে উঠল বাউল কেঁদে
সত্যি বলি রোদ ছিল না একটুকু
খেলার ছলে পুতুল ভাঙ্গে খুকু
পাথর চাপা দিয়ে মনে আমি
শুয়ে তখন অসহ্য কোন রোদে
ঝাপসা লাগে যখন আমি আঁকি
দেখি আমি আমায় দেখে ছায়া
তুমি তখন যাও চলে যাও নীচে
মাটির দিকে শিকড় ছড়াও খুঁচে
বৃহস্পতি দিলেন আমায় ফাঁকি
ভুল খুঁজে যায় মিথ্যা আজব মায়া