একটু দাঁড়ান,
একটু দাঁড়ান...
সময় হবে কি?
আপনার সাথে যোগসূত্রের প্রয়োজন--
রেডিও ফ্রিকুএনসির অন্তর্ভুক্ত পরিবারের,
আমি নয় আমার হাতটা তখন--
আমার ধরাছোঁয়ার বাইরে!
মুঠোফোনটা হেসে উঠল,
হ্যাঁ হ্যাঁ আপনি... আর একটু উপরে তাকান,
ইস্ তাড়াতাড়ি, সূর্যের আলো কমে আসছে,
মনের ফ্রেমে সঠিক ছাপটা পড়া দরকার,
সমলয়নের জন্যে অত্যন্ত জরুরী ...
একি আপনিও দেখছি বেমানান!
জেলখানা থেকে চিৎকার করছে,
'বহুদিন খুঁজছি বন্ধুকে--
কবে হবে দেখা, জানিনা কোন দিন?'
ততক্ষণে ভিরের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করল--
'ব্যস্ত রুক্ষ-কংক্রিট এ'শহরটা, বন্ধুকে পেলেন?'
আশ্চর্য! হাতের মুঠোফোনটা হেসে উত্তর দিল,
'হুম... প্রতি মুহুর্ত পেয়েছি ইসারা,
পাশাপাশি ছিল উজান হারা--
এই মাত্র তিনি অদৃশ্য হলেন!'