"ক্রমশ এই ভাবে"
- নীল-অভিজিৎ -
এই ভাবে ক্রমশ চলে...
স্বপ্ন গুলো পায়ের ছাপ ফেলে চলে যায়--
উলঙ্গ চেতনার উপর দিয়ে,
রাতের অন্ধকারে গোপনে ভাসে,
দেখলে স্বাভাবিক লাগে,
অভিজ্ঞরা জ্ঞান দেয়।
তারপর অন্ধকার কোণে বা চিলেকোঠায়
আকাশ দেখে... তারা গুলো বিষন্নতায় ছলছল,
সে’এক চাহনি নিসঃঙ্গ যন্ত্রণাময়,
প্রবল অন্তরস্থ হিমেল স্পর্শে সন্দেহ আসে,
প্রাণ আছে, ভিতরে স্তব্ধতা...
ধীরে ধীরে বিস্মিত হয়!
অন্ধকারে নিজের মানবছায়া দেখে!
রমন্যাস মূলচরিত্র উপেক্ষা করে--
অভিমানী অনুভুতি গুলো
উৎকট কুয়াশায় মিশে যায়,
শেষটা সিলিং’এ ঝুলিয়ে রাখে
শুধু এই ভাবে ক্রমশ...