তুমি স্বপ্ন দেখ, আমিও দেখি,
কিন্তু, তোমার আমার স্বপ্নে,
বিস্তর ফারাক। তুমি ঘুমিয়ে
দেখ, আর আমি জেগে দেখি।
তাই ওরা আমাকে ভয় পায়।
ওরা সদাই শঙ্কিত,
জানে, আমার মতো একগুচ্ছ
স্বপ্ন দিয়ে, আমি অনায়াসেই
যৌথ পরিবারের সবুজ দেশের
এক নক্সা এঁকে ফেলতে পারি,
যেখানে সম্পূর্ণ সম্পত্তিটাই আমাদের।
ওরা ভীত, তাই ভয় দেখায়,
সময় মতো অনেক নাম দিয়েছে,
প্রতিবাদী, বিছিন্নতাবাদী, সাম্যবাদী,
সন্ত্রাসবাদী থেকে কত বাদী...
বাদী আর বাদ শব্দ দিয়ে কাজ সারে,
যেন ওগুলো আমার জন্যেই নামকরণ।
শব্দের মোড়ক দিয়ে,
ওদের স্বার্থসিদ্ধির জন্যে তৈরী,
বৈষম্য আর অমানবিকতা
যেটা, স্বচ্ছন্দে ঢাকা যায়।
আমি জানি, আমার কোন নাম নেই,
জাত নেই, শ্রেণী নেই,
সবটুকুই ওদের বানান।
সৃষ্টির সব কিছুকেই ওরা,
ওদের মালিকানা আর অধিকার বলে।
ওদের বানান আইন, আদালত,
পুলিশ আর শাসনযন্ত্র এই দিয়ে
পাহারা দেয়, ওদের ভারী
বুটের সশব্দে, আমার স্বপ্নকে-
বহুদিন ধরে মনের গোপন গুহাতে
লুকিয়ে রেখেছি,
যার বাইরেটা হীম-তুষারে আচ্ছন্ন,
সে'গুহায়, ওদের পৌঁছানো অসম্ভব।
ভেতরে আমার লুকানো স্বপ্নটা শুধু...
সুযোগের অপেক্ষায় বসে আছে।।