অতীতের এলবাম যদি উলটাই,
কালো-সাদা হয়ে ফটো চেয়ে থাকে তাই।
বর্তমান কে মোহময়ী নানা রঙে দেখি,
কখনো বা উজ্জ্বল ফিকে হয় সে কি!
গত কাল যে রঙ সবুজ হয়ে ছিল,
কেন আজ সেই পাতা ধূসরে শুকালো?
বুক ভরা আশা যত আজ আছে পাশে,
কি হবে ভবিষ্যতের রঙ মহাশূন্যে ভাসে?