বিশ্বাস আর অবিশ্বাস ফিরে আসি বারবার
দালানখিলান বাহির অন্তর, এই ঘর অথচ বাহির
ভেঙেভেঙে যায় কেন সব আশা
আসে আর যায়, দোলায় শুধুই নিরাশা
ফেলে আসি কখনও ইচ্ছাকে তোমার গর্ভে
এভাবে কি মুক্ত হওয়া যায়
যদি হও মুক্তকেশী, গঁঙ্গাও বিশ্বাসী
অজান্তে ধেয়ে আসে অস্থিরতা
কোথা গেলে পাই ঠাঁই
মাঝে মাঝে দুইহাত জড়ো করি
উঠে আসে মাথার ওপরে
জোড় করতলে তবে কি এটাই অর্ঘ্য
অখিল ভুবন জুড়ে ধুলোমাখা আনন্দে
তুমি আস বারবার ফিরে
পরিযায়ী বিশ্বাসে এঁকে যাই ছদ্মবেশে
প্রয়োজন ইচ্ছা গুলো...
পরিশেষে গড়ি ত্রিনয়নী!!!