চাওয়া আর না চাওয়ার মাঝে টানপোড়ান,
তবুও না চাওয়াকে মেনে নিতে হয়,
ওনাদের বোঝা হয়ে গেলেই, সিদ্ধান্ত!
আর ঘারে চাপিয়ে দেওয়া--
কর বোঝার গুনতি, আমাদের!
বয়েই চলেছে-- যুগযুগ ধরে,
কর দিতে হবে...

শুরু হয়ে যায় নামকরণ,
জিজিয়া কর হতে, এ কর, সে কর,
ভ্যা... কর, জি... কর,
চাষ কর, বাস কর, কাজ কর,
প্রতিটি মানুষের নিঙ্গড়ান ঘাম রক্ত...
কি সুন্দর রূপান্তরিত হয়ে যায়,
যার নাম হয়-- কর!
---------------------