এবার জানালাটা বন্ধ করতে হবে,
কারণ আমি টের পেয়ে যাই...
অনুষঙ্গ ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে আনে,
কেঁপে ওঠা মনুষ্যত্বের চাদর খুঁজি,  
প্রয়োজনে বোধহয় একটু উষ্ণতা,
যতই হাতরে যাই, সামনে আওয়াজটা শুধু...
কান দিয়ে ঢুকছে, শুধুই আওয়াজটা...
অসহ্য চারিদিকে রাতের অন্ধকার
শুধুই টিক টিক টিক...
গহিন হিমশীতল !
আমার শৈশব কৈশর যৌবন অতিক্রম করে,
চেতনায় অস্তিত্ব এসেছে,
টের পেয়ে যাই ...
তবুও বুঝিনা...  
আমি আড়াই পেঁচে, অথবা এক ঝটকায়!  
অথচ নির্বাচনের দিন ফেলে এসেছি ।
-------------------------------------------
@নীল অভিজিৎ