অস্তাচলের পথে দাঁড়ায় সাদাবুড়ি
দেয়াল ধরে ফুটপাথে তার, পা
জপছিল সে রুদ্রাক্ষের মালা
হৃদয় দিয়ে বানিয়ে ছিল, আদর্শ সংসার
বদলে যাওয়া হৃদয়বাবুর, মা
আজ পরিবার অনাথ হলেও, জ্বালা
কঙ্কালসার মলিন, নেই কিছু হারাবার
হিসেব মতো, দেখছিল ঠিক কাদের
দালান খিলান যা আছে, সব শাপ
জন্ম দেওয়া নিঃশ্বাস, আজ আগুন
যাক নিয়ে যাক, এই অবেলায় যত
থাকিস চুড়ায়, ক্ষমাই তোদের মাপ
রুদ্রাক্ষের সাথে, বলছিল ও কিছু
বিড়বিড়িয়ে, ‘সবাই যেন বাঁচে’
একলা আছি একলা যাব, জানি
দূর্গম পথ দুস্তর পারাবার,
জপতে জপতে জয়ধ্বনি, শরীর জুড়ে নাচে
চলন্ত ট্রাক হটাৎ এল, চলে গেলন তিনি ।