জীবনে কিছু সময়ে কিছু দুঃখ আসে
আবার আসে সুখ
সময়ে অনেকেই ভেঙে পরে
আবার সময়ে অনেকের উল্লাস আসে
কোনটাই ঠিক নয় কারণ
জীবনে চলতে গেলে সুখদুঃখ দুই আসে
সময়ের আয়নায় সুখদুঃখ একই কাহিনী
আসলে আমরা যে যেমন
তার প্রতিবিম্বটি ঠিক তেমন
কখন অতি আনন্দে কাঁদি
বা অতি আনন্দে হাসি
কিন্তু অতি দুঃখে সহজে কেউ হাসে না
একমাত্র হাসতে পারে পাগল
কারন সময়ের আয়নায়
ঈশ্বর তার হয়ে স্বাক্ষর রেখে যায়
আর বাকী আমরা রেখে যাই
আমাদের চরিত্রকে ।