বৃষ্টি ভেজা সকাল
আমরা সবাই বেতাল
ক্লান্ত রাজু মামা
উঠাও এবার ধামা
হন্যে যে হয় ঘুড়ি
আকাশ পানে ধরি
ধরে লাটাই গোটা
ছাদের উপর হাঁটা
লাটাই সুতা ছাড়
দেখিস জয়টা কার
ভোরের খোঁজে চোখ
জয়টা আমার হোক
চেঁচিয়ে ওঠা জোরে
ভোঁকাট্টা সেই ভোরে।
ছাদের উপর একা
তোমার সাথে দেখা
সংকোচে হাত নাড়ি
সামনে মামার বাড়ি
দেখছে তোমার চোখ
শান্ত দীঘি হোক
এগিয়ে আসি তবে
কোথায় দেখা হবে?
হাওয়ায় কথা ভাসে
নীরব সকাল হাসে।
সকাল ছুঁয়ে দূর
পুরীর সমুদ্দুর
ভেজা ছিল বালি
মনটা হোল খালি
খালি পায়ে হাঁটি
জলে ভাসে কাঠি
ভেসে যাবে কোথা
কোলা ব্যাঙয়ের মাথা
লাগছে একটু ধাঁধা
ছড়ার সুরে বাঁধা
পার করলাম দিন
একলা জনহীন
নতুন লাগে হাওয়া
তোমায় কাছে পাওয়া
সহজ করে বলো
দিন গুলো ফুরাল ।।