মরুভূমির রাজপ্রাসাদে
ঝুরিনামা শতাব্দীর নিবিড়
ভালবাসতে গিয়েছিল
সে
চারিদিকে ঝলমলে বালি
পূবের আকাশ বৈরাগী
ঐতিহ্য পড়েছিল
খালি
ইটের দেয়াল দাঁত বের করবে
করোটি মুখের ভাষা চেনো
নির্ঘাত অবৈধ কামড়
দেবে
কখন ভাবেনি আগে যে
খোলস ছাড়লে বুকে ব্যথা
দেহের ভিতরে জানেনা
কিছু ঘটেছে