ব্যস্ততায় আজ বদলে গেছে সময়
যখন পড়ি তোমার অজুহাত
হটাৎ সেদিন দিয়ে ছিলে সাথ
স্মরণ আসে সেটাই আমার জয়
নতুন করে কিবা তোমায় লিখি
কেমন হবে আমার শব্দচয়ন
স্বপন যাপন আমার জাগরণ
বিশাল আকাশ অবাক হয়ে দেখি
অঞ্জলি আজ রইল মিছে পড়ে
দর্পণে সেই হারিয়ে যাওয়া তুমি
গঙ্গাজলে গঙ্গা পূজায় থামি
দুঃখীমনে ভিজে রই দূরে সরে ।