সপ্ত সুরের ছেঁড়া তারে
তবুও সেতার বাজলো সুরে,
যখন তুমি কাছে ছিলে
অনেক কথা গানের সুরে,
দূরে ছিলে দূরেই আছো
তবুও কেন গানেই আস,
কাছে থেকে লজ্জা পেলে
দূরেই থাক জ্ঞানে ভাস,
সজ্ঞানে পাও যদি আঘাত
দূরই শ্রেয় দূরে সে’থাক,
সপ্ত তারের জীবন বাঁধন
সুরের মুক্তি আশার বেহাগ,,,
সে... তার? সেতার!