তোমার শরীর দেখিয়ে ছিল আমার জন্মদিন
তোমার মুখের মুখোমুখি কিছু বুলি ছড়া
আড়াল খুঁজে দেহ পাতায় পাতায় সমকালীন
সূত্রপাতের শব্দ ঝরে বুকে উজান ভরা
মুখের ছায়া নিয়ে যখন তখন টপকে যাওয়া
কেমন করে পারি সাজে সাজাই আত্মাভিমান
শুধুই আমার ঝরে পড়া দিনযাপনের হাওয়া
এ কী নিজেই দেখি আমি আমার কিনা
যাবার বেলায় দেখতে চেয়েছিলে মিলেমিশে
সুযোগ এসেছিল ঝাপসা চোখে ছিল করুণ ঘৃণা