প্রতিরক্ষার জন্যে হিংস্রতার প্রয়োজন?
না হিংস্রতার জন্যে প্রতিরক্ষা?
বুনো জানয়ার তো হিংস্র,
হিংস্র বাঘ ভালুক বাস করলে--
জঙ্গল বেশি সুন্দর ও সুরক্ষিত হয়ে ওঠে,
যখন মানুষের প্রবেশ ঘটে সেই জঙ্গলে?
জঙ্গলি গাছপালা গুলো ভয়ে থরথর--
হিংস্র জানয়ার গুলো, কেমন অসুরক্ষিত হয়ে যায়।
ঠাকুরদার কালে থানা পুলিশ এত ছিলনা,
বাবা বলতেন প্রতিরক্ষাবিহীন হয়েও বেশ ছিলাম
নদীর ওপারে জংগল আর এপারে গাঁ,
যৌথপরিবার, বাড়ি ভর্তি লোকজন, হৈহৈ…
ছোটকাকার তিন মেজকাকার চারজন ছেলে
বাড়ি হতে পাড়া প্রতিবেশী পূর্ণ সুরক্ষিত,
সৌহাদ্র্য মিত্রতা ভয় লজ্জা…
এত কিছু থেকেও ছিল অবাদ স্বাধীনতা,
আজ সেই নদীতে বান ডাকেনা, আর--
প্ল্যাস্টিক আবর্জনায় মজেছে প্রায়,
দুপার ছাপিয়েছে সুরক্ষিত লোকালয়ে,
অসুরক্ষিত প্রতি পদে পদে।