খুঁজি তাকে সকাল বিকেল, জনসভা আর  বক্তৃতায়,
আজ সকালে দেশপ্রেমকে, খুঁজে পেলাম পত্রিকায়

বড় বাবু বেজায় জ্ঞানী, জানাই তারে ঠিক কি ভুল,
বললে সে প্রেম থাকতো যদি, ঠিক সময়ে খুলিস স্কুল

আমি হলাম স্কুল দারোয়ান, মূর্খ মানুষ সেলাম ভাই,
ঠিক বুঝিনা দেশপ্রেমটা, হাম-আজাদির গানা গাই

দুখু’মাঝি আমার শালা, সাফাই কাজে দিন কাটায়,
নেতার বাড়ি সাফাই করে, গর্ব করে পাঁচশো পায়

আমায় শোনায় টাকার কথা, বড়লোকের অনেক গুণ,
পরের বিবি নিজের বলে, দিল্লিতে যায় হনিমুন

ছোট্ট ছেলে আমার বুধী, লেখাপড়ায় ভালোই মন,
গরীব ঘরে পড়ার বিমার, হেড মাষ্টারের প্রিয়জন

সবার দয়ায় অধ্যবসায়, ম্যাট্রিকে পায় জলপানি,
সবাই বলে দুঃখ ঘুচবে, চাকরি পাবে খানদানি

এদিক সেদিক ঘুরে বেড়ায়, চাকরি আশায় শহরে,
আমায় বলে চাকরি কঠিন, ঘুষ মোটা চায় অন্দরে

মনটা আমার খারাপ দেখে, দুখু’মাঝি বলল তাই,
নেতার লাগবে বেকার ছেলে, আসছে মাসে ভোটের লড়াই

দিলাম আমার নিজের ছেলে, নেতার কাজে দলের তরে,
ভোটের দিনে বুথ দখলে, বিঁধল গুলি বুকের পরে

মারা গেল জোয়ান ছেলে, নেতা বলে দেশের কাজে,
শহিদ বেদী গড়ায় দেব, দিলেন আশা দুঃখের মাঝে

কেটে গেল বিশটা বছর, স্মৃতির আশায় বসে বসে,
কত নেতা এলেন গেলেন, গড়ায় না কেউ বেদী এসে

দেশপ্রেমটা আজও খুঁজি, কোথায় পাব জানা নাই,
ঠিকানাটা কেউ যদি পায়, সঠিক রাস্তা জানাস ভাই ।।  

-------------------------------------------------------------------
(*** উপরের ঘটনাটা ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় ঘটে ছিল

প্রতিযোগিতায় দেব বলে নির্ধারণ করেছিলাম, পরে অবশ্য মত পরিবর্তন করি।

প্রশ্নঃ  এই কবিতাটি প্রতিযোগিতায় দাওয়ার উপযোগী না অনুপযোগী, আপনাদের বেক্তিগত অভিমত জানালে কৃতার্থ হোই।

পরিশেষে জরুরি বিজ্ঞপ্তি মাধ্যমে অবগত হোই, কবি- শিমুল শুভ্রর মায়ের অসুস্থতার জন্য প্রতিযোগিতাটি বর্তমানে স্থগিত করা হয়েছে।

আমি উনার মায়ের সুস্থতার জন্য ঈশ্বরের কাছে কামনা করি, তারাতারি উনার মা সুস্থ হয়ে উঠুন।)