তিনি যদি আমায় শ্রেণী থেকে করে বাদ
তবুও জড়িয়ে ধরব করব না প্রতিবাদ
তিনি যদি আমার ছেঁটে ফেলে দুই ডানা
তবুও জড়িয়ে ধরব করব না কোন মানা
তিনি যদি আমায় পিষে করে ছিবড়া
তবুও জড়িয়ে ধরব বলব আরও রগড়া
তিনি যদি আমায় সিয়াচিনে তুলে রাখে
তবুও জড়িয়ে ঝরব গলা বরফের নাকে
তিনি যদি আদালতে ঘরের ইজ্জত টানে
তবুও জড়িয়ে ধরব বাধবে না সম্মানে
তিনি যদি আমায় পাতালে ডুবিয়ে মারে
তবুও জড়িয়ে ধরব ডিগবয় তেলে ভরে
তিনি যদি আমার ছেঁড়া হাত-পা’কে
উপরিয়ে আনা কলজেটাকে ফেলে পাঁকে
অধৈর্যের সাথে পাই তোমার স্পর্শ
মানচিত্রে গোল এঁকে বলো-- আর-না ভারতবর্ষ।