যাওয়ার আগে
ফিরিয়ে দিও… রিনা,
সব কিছুই ফিরিয়ে দিও…
শীতের পশমিনা শাল থেকে ঠোঁটের ভেজলিন
ফেলে যেও হটপটে অফিসের গরম খাবার
দূরবীন আইফোন কিংবা হাত ঘড়ি
ফিরিয়ে দিও মুহূর্তকে
প্রতি সেকেন্ড মিনিটে ঘণ্টা দিয়ে
যা পেয়েছ দিনের আলোয় রাতের অন্ধকারে
অনাবৃত পৃথিবী থেকে যা কিছু তুলেছ
জমে আছে ঋণ হয়ে তোমার এ-দেহে
যাওয়ার আগে ফিরিয়ে দিও,
ভাঁজে ভাঁজে রেখে যাওয়া স্মৃতি,
খুঁড়লে পাবে না আকরিক
মাথার ভিতর আজ শূন্য খণি
ফিরিয়ে দিও… রিনা,
হাতের মুঠোয় ধরা একমুঠো ছাই
------------------------------
@নীল অভিজিৎ