দিনান্তের পরাক্রমশালী শিকারী হতে পার
অথবা মূঢ়তায় তঞ্চিত হয়ে শিকারও হতে পার
নতুবা শান্তিতে প্রণাম দিয়ে নিয়ে বাঁচ
আসলে সব বাঁচাই আলাদা আলাদা
শুধু মৃত্যুই এক রকমের হয়
শিশু বুড়ো বুড়ী যুবক যুবতী
সব মৃতদেহ দেখতে একই রকম
মনেহয় নির্দিষ্ট সময়ে এলিয়ে
বকেয়া প্রাপ্য বিলিয়ে
কথাহীন সুন্দর নিষ্পাপ হয়ে পড়ে আছে
শুধু পৃথিবীকে আঁকড়ে ধরতে চায়
ইজ্জত কিংবা বেইজ্জতকে ভুলে মিশে যেতে চায়
অথচ বেঁচে থাকতে এই দেহ গুলো কত শ্লাঘনীয়
শুধু মৃত্যুই এক রকমের হয়
তাই পৃথিবীকে আঁকড়ে ধরতে চায়